Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার (২৫ মার্চ) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সম্পর্কে জানা গেছে।

এতে বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন, দলীয় কার্যালয় এবং সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষ্যে ভোর ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ। এতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরদিন ২৭ মার্চ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন