Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ৩০ জানুয়ারির মধ্যে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল গত বছরের ২০ ডিসেম্বর প্রকাশ হয়। এতে নির্বাচিত হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের মৌখিক পরীক্ষা চলতি জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা ১৫-৩০ জানুয়ারির মধ্যেই আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।
সচিব আরও বলেন, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলায় হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি পরীক্ষার সময় উপস্থিত থাকতে পারেন।

এদিকে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষে দ্রুত দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন