Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে এক সপ্তাহ থাকবে গ্যাস সংকট

ঢাকা ও ঢাকার আশপাশে জেলাগুলোতে গ্যাস সরবরাহ করে দেশের রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’।

শনিবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ইন্টিলিজেন্ট প্লাগইন কার্যক্রম পরিচালনা করবে। এ সময় তিতাস গ্যাসের অধীভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হবে। এ সময় লাইনে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাস গ্যাস জানিয়েছে।
গ্যাসের ঘাটতির কারণে বর্তমানে তিতাসের অধিকাংশ এলাকায় দিনের একটা বড় অংশে গ্যাস থাকে না। বাসা বাড়িতে সকাল ৬টার মধ্যে গ্যাস চলে যায়, আসে রাতে। গাজীপুর, নারায়ণগঞ্জ সাভার এলাকার শিল্পকারখানায় গ্যাস স্বল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে। এর মধ্যেই পাইপলাইনের সংস্কার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন