Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

নরসিংদী স্টেশনে তরুণীকে হেনস্তা, মার্জিয়ার জামিন স্থগিত

মুক্তি মিলছে না নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার মামলার আসামি মার্জিয়া আক্তার শীলার।

রাষ্ট্রপক্ষের করা আবেদনে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া (মার্জিয়াকে) জামিন আদেশ স্থগিত করেন।
সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২৯ আগস্ট দিন ঠিক করে দিয়েছেন তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। মার্জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম ও আইনজীবী মো. কামাল হোসেন।

পরে কামাল হোসেন বলেন, হাইকোর্ট মার্জিয়া আক্তার শিলাকে যে জামিন দিয়েছিলেন, তা চেম্বার আদালত স্থগিত করে আদেশ দিয়েছেন। এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৯ আগস্ট সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

গত ১৬ আগস্ট মার্জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার’ কথা তুলে এক তরুণীকে লাঞ্ছিত করা হয়, পর দিন যার ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আদালতের নির্দেশে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রেলওয়ের ভৈরব থানায় মামলা করে।

পরে ৩০ মে নরসিংদীর শিবপুরের মুনছেপেরচর এলাকায় অভিযান চালিয়ে শীলাকে গ্রেফতার করে র্যাব-১১। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন