Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণের খবরে শরীয়তপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা

পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণের খবরে শরীয়তপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা করেছেন। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সমাবেশ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফাহাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু ব্যাপারী প্রমুখ।
আওয়ামী লীগ নেতারা জানান, আগামী ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন, মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু উদ্বোধনের খবর শুনে শরীয়পুরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরের চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের কাছে জড়ো হন। তাঁরা মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেনের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা করা হয়।
এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নিজেদের টাকায় পদ্মার বুকে গর্বের সেতু দাঁড়িয়েছে। ২৫ জুন দক্ষিণাঞ্চলের মানুষ স্বপ্নের সেতু দিয়ে পারাপার হবে, এটা অনেক বড় আনন্দের খবর। পদ্মা সেতুর কারণে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। সরকার সেতু ঘিরে অনেক প্রকল্প হাতে নিয়েছে। কর্মসংস্থান ও পর্যটনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন