Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় রোকমান হোসেনে টোনাকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে মনিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন। টোনা মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় রোকমান হোসেন টোনা। রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রোকমান হোসেন টোনাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। ৬ ডিসেম্বর নিহতের ভাবি টোনাকে আসামিকে করে সিংগাইর থানায় মামলা করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌসুলি ছিলেন স্পেশাল পিপি এ কে এম নুরুল হুদা রুবেল, আর আসামিপক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত বিজ্ঞ কৌসুলি ছিলেন মোঃ শাহিনুর ইসলাম।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন