Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাহভাবে কাজ করছি। শুধু পাহাড়ে নয়, হাওর, চর এসব এলাকায়ও শিক্ষক স্বল্পতা রয়েছে, এটাই বাস্তবতা। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বাবুরহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন প্রমুখ।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন