
রংপুরে ৮ ডিলারের সাথে যোগসাজশ রাসায়নিক সার অবৈধভাবে মজুদের লক্ষে পরিবহনের সময় হাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ৩৭৩ বস্তা টিএসপি, ৩৫ বস্তা পটাশসহ ৪০৮ বস্তায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের সার উদ্ধার করে। গ্রেফতারকৃত হাফিজুর নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী কালিকাপুর গ্রামের আব্দুল হারেসের ছেলে। সে নগরীর আবহাওয়া অফিস এলাকায় ভাড়া থাকতো। বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার হাফিজুর পীরগঞ্জের রানা ট্রেডার্সের মালিক সার ডিলার আনিছার রহমান, মিঠাপুকুরের মোস্তাক আলী ট্রেডার্সের মালিক সার ডিলার মোস্তাক আলী, পীরগাছার সার ডিলার আশিকুর রহমান, তরিকুল ইসলাম, রঞ্জু মিয়া, পীরগঞ্জের রফিকুল ইসলাম, নগরীর চারতলা মোড়ের সার ডিলার ফিরোজ আলম এবং তারাগঞ্জের সার ডিলার মোজাহেদুল ইসলামের কাছে ৩৭৩ বস্তা টিএসপি ও ৩৫ বস্তা পটাশ সার নিয়ে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো পুলিশের ডিবির আভিযানিক দল ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কালোবাজারী হাফিজুরসহ সারসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ হাফিজুরসহ অপর ৮ জন সার ডিলারের নামে মেট্রোপলিটন কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।