Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

চাঁপাইনবাবগঞ্জে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ৬ মডেল মসজিদ

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৭৮ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে ৬টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর মধ্যে ৫টি মসজিদ নির্মাণের সব ধরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জানা গেছে, ১৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ৮৪ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ হয়েছে ৯৩ ভাগ। সমপরিমাণ ব্যয়ে নাচোলে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ হয়েছে ৮৫ ভাগ, ভোলাহাটে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কাজ হয়েছে ৮৫ ভাগ কাজ এবং শিবগঞ্জে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণ কাজ হয়েছে। তবে গোমস্তাপুরে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের জায়গা নতুনভাবে নির্ধারণ করায় এ পর্যন্ত মাত্র ৫ ভাগ কাজ হয়েছে।
জেলা সদরের ৪ তলা ও প্রতিটি উপজেলায় ৩ তলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মাণে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা। গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ হাতে নেয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, নাচোল, ভোলাহাট উপজেলা ও জেলা সদরে নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং গোমস্তাপুর উপজেলায় নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা সদরে একসঙ্গে ১২০০ মুসল্লি ও উপজেলা মডেল মসজিদে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের কথা রয়েছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন