Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এতে প্রধান অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন,শরীয়তপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুৎ কুমার দাস, দর্শন বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার, ইতিহাস বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা, ক্রীড়া সংগঠক সাইফুর রহমান রাজ্জাক মোল্লা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

প্রীতি ফুটবল ম্যাচে আব্দুর রউফ ক্রীড়াচক্র দল ও ডিসিসি ধানুকা দল অংশগ্রহণ করে। এতে ডিসিসি ধানুকা ২-১ গোলে আব্দুর রউফ ক্রীয়াচক্রকে পরাজিত করে বিজয়ী হয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন