Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা।

জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা। ক্যাম্পাস বাউলিয়ানা আয়োজিত উৎসবটি শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় রয়েছে পিঠা-পুলিসহ, নানান পণ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সংগীত দলগুলোর পরিবেশনার পাশাপাশি দেশসেরা ফোক, বাউল ও কাওয়ালি শিল্পীদের গান দর্শকদের মুগ্ধ করছে।আয়োজকরা বলছেন,এই আয়োজন রাজশাহী অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিয়্যাল স্টার প্রোপার্টিজ নিবেদিত এই আয়োজনটিতে সার্বিক সহযোগীতায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজশাহীতে পৌষ সংক্রান্তি পিঠা উৎসবের আয়োজন করেছে নর্থ পয়েন্ট স্কুল, রামচন্দ্রপুর শাখা। শনিবার নগরীর নোয়ালিয়র কেদুর মোড়ে স্কুল প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। আয়োজকরা বলছেন,আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠাপুলির আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান ইফফাত জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, উপস্থাপক ও জাতীয় বক্সিং প্রশিক্ষক আলতাফ হোসেন মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আশাদুল ইসলাম, একই বিভাগের প্রফেসর ড. কাজী ফাইসাল হক, নর্থ পয়েন্ট স্কুলের পরিচালক স্মৃতি দাস । আনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ অমিত হালদার। উৎসবে গ্রাম বাংলার নানা রকম সুস্বাদু পিঠার সমাগম ঘটে। সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই উৎসব।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন