
চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
আজ দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন তারা দীর্ঘসময় সরকারি কলেজে নিরলস ভাবে সেবা প্রদান করে আসছেন। কিন্তু অনেকবার আশ্বাস দেওয়ার পরও তাদের চাকুরি স্থায়ীকরণ করা হয়নি।বর্তমান তারা মানবেতর জীবনযাপন করছেন। কর্মচারীরা আরও বলেন তারা দীর্ঘদিন ধরে সরকারি কলেজ গুলোতে সরকারি কর্মচারীদের মতো সেবা দিয়ে আসছেন কিন্তু তারা বেতনাদি,উৎসব ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বৈষম্যের শিকার।
অবিলম্বে এইসব বৈষম্য দূর করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি স্থায়ীকরন করে
রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সমন্বক আজাহার আলী,সদস্য রেজাউল করিম,শ্রী কমল সিং,মকদুদার রহমান সহ বিভাগের বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীবৃন্।