Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে দুই স্পীড বোটের মুখোমুখি সংঘর্ষে তিনজন ম্যাজিস্ট্রেটসহ ১০ জন আহত হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে দুই স্পীড বোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মোক্তার হোসেন গাজী নামে এক তরুন নিহত হয়। নিহত তরুন একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। তিনি উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
এছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটসহ ১০ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর স্পেশালাইজড  হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে কাঁচিকাটা-দুলারচর মাঝামাঝি পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ,ফরমস এন্ড স্টেশনারী এবং প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের সহকারী মো. সাইফুলের নাম পাওয়া গেছে। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ, জেলা প্রশাসক , শরীয়তপুর বলেন, তিনজন ম্যাজিস্ট্রেটসহ আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন