
ঢাকাগামী মহানগর এক্সপ্রেস পূর্বাঞ্চল রেলওয়ের সীতাকুণ্ডে চট্টগ্রাম থেকে ছেড়ে আসার সময় ইঞ্জিনের ক্লিপ ভেঙে ১৪টি বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। বগিুগুলো রেখে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড পৌরসভার উত্তরে ইয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি প্রায় তিন ঘণ্টা আটকে থাকায় তারা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। তবে বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম।
তিনি বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিনবাহী বগির ক্লিপ ভেঙে যায়। এতে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ১৪টি বগি। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটি ইঞ্জিন বগি এনে সংযোজন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।