Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথম

দেশের পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আজ এ ফলাফল প্রকাশ করে। তাছাড়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরে ইউজিসির মূল্যায়নে ১২তম স্থান অর্জন করে এবং চট্টগ্রাম বিভাগের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি দপ্তরের কাজের স্বচ্চতা, জবাবদিহিতা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪-২০১৫ অর্থ বছর হতে সরকার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদনের পর ২০১৮-২০১৯ অর্থ বছর হতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে এপিএ চুক্তি করে আসছে।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও এপিএ’র ফোকাল পয়েন্ট মো. আলাউদ্দিন বলেন, ভাইস চ্যান্সেলর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং দায়িত্বশীল সকলের আন্তরিকতায় এ অর্জন সম্ভব হয়েছে। তাই এ অর্জন সকলের। ইউজিসির এ মূল্যায়ন আগামীতে আমাদের সকলের কাজে উৎসাহ ও প্রেরণা যুগাবে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন