Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পানিতে ডুবে হাসিবা (৭) এবং হামিদা (৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে মঙ্গলবার(৮-আগস্ট) সকাল ৭টার দিকে নলমুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাচঁকাঠি গ্রামের বারেক চৌধুরীর দুই মেয়ে হাসিবা ও হামিদা। সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করতে থাকে খেলাড় একসময় ছোট শিশুটি বাড়ির পাশের একটি একটিকূপের মতো ঢুবার পানিতে পড়ে যায় ছোট মেয়ে হামিদাএ সময় তাকে বাঁচাতে গিয়ে হাসিবা সেও পানিতে নামে এসময় দুজনই পানিতে ডুবে ভেসে উঠে।
অন্যদিকে তাদের মা ঘরের কাজে ব্যাস্ত থাকায় বাচ্চাদের খুঁজে না পেয়ে বাড়ির পিছনে ডোবায় পড়ে দুজনই পানিতে নেমে সেখানেই ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।পরবর্তীতে শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখেন শিশু দুটির বাবা তাদের আর্তনাদে এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে আনার আগেই দুজন মারা গেছে। এদিকে কন্যা শিশু দুইবোন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নলমুড়ি ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডে সদস্য মনির সরদার বলেন,আজ সকালে আমার এলাকায় বারেক চৌধুরীর দুইটি শিশু তারা আপন দুইবোন পানিতে পড়ে মৃত্যু বরন করেছেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন