
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনভারেন্সে যুক্ত হয়ে শরীয়তপুরের ডামুড্যা মডেল মসজিদের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ডামুড্যা মডেল মসজিদ প্রঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী কর্তৃক মডেল মসজিদ উদ্ধোধন ঘোষনার পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, শরীয়তপুর জেলাপ্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপর মো: মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমারদে, সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। ৫ পর্যায়ে আজ সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।