
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একনালা বন্দুকসহ জাহিদুল ইসলাম ফারাবী (২১) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার জাহিদুল ইসলাম ফারাবী বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মো. জামাল হোসেনের ছেলে।
শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার ৩নং জীরতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে ১টি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়।