Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

মাছঘাটে অর্ধগলিত ইলিশ, হতাশ ক্রেতারা

চাঁদপুর বড় স্টেশন ইলিশের পাইকারি বাজারে গত কয়েকদিন অর্ধগলিত ও পচা ইলিশের আমদানি লক্ষ করা গেছে। শহরে মাছ কিনতে না পারায় খুচরা ক্রেতারা হতাশ। জেলে ও বিক্রেতারা বলছে, পর্যাপ্ত বরফ না পাওয়ায় কিছু মাছ নরম হয়ে গেছে। তবে এসব পচা মাছ খেলে কলেরাসহ দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনার কথা জানান চিকিৎসক।

জেলে আনোয়ার হোসেন মাঝী জানান, বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলসহ নদ-নদীগুলোতে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম প্রত্যাহার করা হয় গত ২৮ অক্টোবর। এরপর আমরা নদীতে নেমেছি। জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ। আমরা বেশি লাভের আশায় ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ সমুদ্রে উপকূলীয় অঞ্চল থেকে ফিশিং ট্রলারযোগে এসব মাছ বড় স্টেশন পাইকারি বাজার মাছঘাটে নিয়ে আসি। একসাথে বেশি মাছ ধরা পড়ায় ও পর্যাপ্ত বরফ সংকটের কারণে দূর থেকে আসা কিছু মাছ নরম হয়ে গেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী মানিক জমাদার বলেন, সাগর মোহনা থেকে এসব মাছ আসার কারণে কিছুটা নরম হয়ে যায়। তবে মাছ পচে যায়নি। সেখানে পর্যাপ্ত বরফ না পাওয়ার কারণেই মাছ নরম হয়ে গেছে। তবে এসব নরম ইলিশ কেটে লবণ দিয়ে নোনা হিসেবে সংরক্ষণ করা হয়ে থাকে। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গড়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে।

ক্রেতা মিজানুর রহমান বলেন, চাঁদপুর ইলিশের ব্র্যান্ডিং শহর হিসেবে বিশ্বখ্যাত। ফলে দূর-দূরান্ত থেকে ইলিশ কিনতে ছুটে আসি। পচা ইলিশ দেখে মাছ না কিনে ফিরতে হচ্ছে খালি হাতে। এসব মাছ খেলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভবত এই মাছগুলো সাত থেকে ১০ দিন আগে ধরা হয়েছে।

ডা. সুজাউদ্দৌলা রুবেল (আরএমও) বলেন, এসকল পচা ইলিশ খেলে কলেরা, ডায়রিয়া, কিডনি, লিভার, হার্টের সমস্যা ও ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন