
জয়পুরহাটে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ সাজু হোসেন নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার সুগুনা ঢেকর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
আটক সাজু হোসেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই গ্রামের এমদাদুল হকের ছেলে।
(ওসি) সিরাজুল ইসলাম জানান, অটোরিকশাটির চালক মিজানুর রহমান গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট জেলা কারাগারের সামনের সড়কে অটোরিকশা রেখে তার আত্মীয়কে দেখতে কারাগারে যান। ফিরে এসে দেখেন তার অটোরিকশা চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, আটক সাজু চুরি করা অটোরিকশা নিয়ে যাওয়ার পথে সুগুনা ঢেকর মোড় এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ অটোরিকশা উদ্ধারসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক সাজু সহ চোর চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতো বলেও জানান ওসি।