
মানিকগঞ্জের সিংগাইরে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চরচামটা গ্রামের আক্তার হোসেনের ছেলে শিপন (৩০) ও মিলন মিয়া (৩১)।
ওসি মোশাররফ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে সিংগাইর উপজেলার চরচামটা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।