Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

এসএসসি পরীক্ষার্থী খুন, প্রেমিকা ও বাবাসহ আটক ৪

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— নিহত জাহিদুল ইসলামের কথিত কিশোরী প্রেমিকা রিয়া খাতুন, তার ভাই কলেজছাত্র রেজাউল ইসলাম, বাবা মোবারক হোসেন এবং খালা মাছুরা বেগম।

আটক ব্যক্তিদের মধ্যে রিয়া খাতুনের ভাই, বাবা ও খালাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহিদুল ইসলামের লাশ উদ্ধারের পর প্রেমঘটিত বিষয়সহ কয়েকটি রহস্যকে সামনে রেখে পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। এ ঘটনায় সবশেষে নিহতের প্রেমিকা রিয়া খাতুনের বাবা মোবারক হোসেন ও খালা মাছুরা বেগমকে আটক করা হয়। এর আগে রিয়াকে আটকের পর মঙ্গলবার তার বড় ভাই রেজাউলকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যানুযায়ী নিহতের মোবাইল ফোন রেজাউলের বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। আটক রেজাউল, মোবারক ও মাছুরা বেগমের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার নিহত জাহিদুল ইসলামের নবম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকা রিয়া খাতুনকে আটকের পর আদালতের মাধ্যমে সেফ কাস্টডিতে পাঠানো হয়েছে। আটক সবার বাড়ি পার্শ্ববর্তী নাটোর সদরের বুড়ির বটতলার মহনপুর এলাকায়।

এদিকে রোববার লাশ উদ্ধারের পর ওই দিন রাতে নিহতের মা জাহেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

প্রসঙ্গত গত রোববার নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলামের লাশ নাটোর-তমালতলা সড়কের কাঁকফো গ্রামের কালারা ব্রিজসংলগ্ন এলাকার মাঠের মধ্য থেকে পুলিশ উদ্ধার করে। সে কাকফো গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন