Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যায় দুই আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসাছাত্র আকাশ হত্যা মামলায় নারীসহ দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের ছোট বহুলার জিতু মিয়ার মেয়ে জান্নাতি বেগম ও দক্ষিণ তেঘরিয়ার ফিদার আলীর ছেলে সিদ্দিক আলী।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা রায়ের তথ্য নিশ্চিত করে জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্দের জেরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের তেগরিয়া গ্রামের ১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্র আয়বুর রহমান খোকন ওরফে আকাশকে হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় ডেকে নিয়ে আসা হয়। এরপর খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মামলার চার আসামির মধ্যে জান্নাতী ও সিদ্দিক নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নিদের্শ দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি সাবিনা ও সুমন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন