Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

‘নাসুমের সেই ওভারেই বদলে গেছে ম্যাচ

১৪তম ওভারে ৭৬ রানে ৬ উইকেট হারানোর পর নাসুম আহমেদের কাছ থেকে রায়ান বার্ল তুলেছিলেন ৩৪ রান। কোনো বাংলাদেশি বোলারের এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড যেটি, সব দল মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ।

বার্লের সঙ্গে লুক জঙ্গুয়ের ঝড়ো জুটিতে ৮ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।

টার্গেট তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৪৬ রানে ইনিংস গুটায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ১১ রানে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারে টাইগাররা।

দলের হারের পর অধিনায়ক মোসাদ্দেক বলেন, হতাশ তো অবশ্যই। ম্যাচের প্রথম ১৪ ওভার পর্যন্ত কিন্তু আমরাই এগিয়ে ছিলাম। একটা ওভার আসলে খেলার পার্থক্য গড়ে দিয়েছে। সেই ওভারে (নাসুমের ওভার) ২০ রান হলেও হয়তো আমরা ম্যাচে থাকতাম। শুরুতে আমরা ভুগেছি। তবে ওই ওভারে ম্যাচটা আমাদের দিক থেকে ঘুরে গেছে।

মোসাদ্দেক আরও বলেন, অবশ্যই অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল। ১৫৭ তাড়া করা উচিত ছিল। দ্রুত উইকেট হারানোয় সেটি হয়নি। নিয়মিত উইকেট হারালে আসলে কঠিন। তবে আফিফ চেষ্টা করেছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন