Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশন শরীয়তপুরে বজলুর রশিদ আখন্দ সভাপতি আসাদুজ্জামান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার: জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশন শরীয়তপুর এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে এডভোকেট বজলুর রশিদ আখন্দকে সভাপতি ও এডভোকেট আসাদুজ্জামান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
গত ১৪ জুন ২০২২ ই রোজ মঙ্গলবার সন্ধা ৭:৩০ ঘটিকায় চিকন্দী ফুড পার্কে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট রাশিদুল হাসান মাসুম। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম। এডভোকেট আজিজুর রহমান রোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুরের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মির্জা মোঃ হজরত আলী, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান ঢালী, সিনিয়র এডভোকেট আনোয়ার হোসেন খান, সিনিয়র এডভোকেট জাহাঙ্গীর আলম (কাশেম), শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট অমিত ঘটক চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট শামসুজ্জামান সেকান্দার, এডভোকেট খবির হোসেনসহ জেলা ট্যাক্সেস বারের সদস্যবৃন্দ।
সম্মেলনে এসোসিয়েশনের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে স্বাগত ভাষন দেন জেলা ট্যাক্সেস বারের সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশিদ আখন্দ। সম্মেলনের সভাপতি এডভোকেট রাশিদুল হাসান মাসুম সমাপনী ভাষণ শেষে সর্ব সম্মতিক্রমে গঠিত ২০২২-২০২৪ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। সম্মেলনে এডভোকেট বজলুর রশিদ আখন্দকে সভাপতি, এডভোকেট আজিজুর রহমান রোকনকে সহ-সভাপতি, এডভোকেট আসাদুজ্জামান জুয়েলকে সাধারণ সম্পাদক, এডভোকেট কে, এম, তৌহিদুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, এডভোকেট মোদাচ্ছের হোসেন বাবুলকে কোষাধ্যক্ষ, এডভোকেট খালিদ আল মামুনকে লাইব্রেরী সম্পাদক, এডভোকেট মইনুল হোসেন শাওনকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এডভোকেট অমিত ঘটক চৌধুরী, এডভোকেট শহীদুজ্জামান সিকদার তারা, এডভোকেট জামাল ভ‚ইয়া, এডভোকেট আমিনুল ইসলাম পলাশকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। শরীয়তপুর-১৪৯ সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ আব্দুস সোবাহান সহ সমিতির সকল সদস্যগণ নৈশ ভোজে অংশ নেয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন