Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

আরেকটি মারিউপোল হতে যাচ্ছে সেভেরোডোনেটস্ক, আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের প্রধান শহর সেভেরোডোনেটস্কের পরিণতিও বন্দর নগরী মারিউপোলের মতো হতে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এরই মধ্যে ওই শহরের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, সেভেরোডোনেটস্ক শহরের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

জেলেনস্কি বলেন, “সেভেরোডোনেটস্ক দখল করাই এখন দখলদার রুশ বাহিনীর প্রধান কাজ। আমরা এই শহর ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু রুশ সেনারা হতাহতের বিষয়টি নিয়ে কোনও চিন্তাই করছে না।”

অবস্থা এমন যে সেভেরোডোনেটস্ক হতে পারে পরবর্তী মারিউপোল, যেখানে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণ করার আগে প্রায় তিন মাস রুশ সেনাদের কাছে বন্দি অবস্থায় ছিল। সূত্র: আল-জাজিরা

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন