Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

৯৫ বছর বয়সে ভালোবাসার মানুষকে বিয়ে

মনের মানুষটিকে দেখেছিলেন শহরের এক গির্জায়। তখন মুখ ফুটে মনের ইচ্ছা প্রকাশ করতে পারেননি। ঠিক ২৩ বছর পরে সেই একই গির্জাতে প্রিয় মানুষটিকে বিয়ে করলেন ৯৫ বছর বয়সী পাত্র।

ওয়েলস অনলাইনের বরাত দিয়ে এনটিভির প্রতিবেদন বলা হয়, পাত্রের নাম জুলিয়ান ময়েল। বয়স ৯৫। আর পাত্রী ভ্যালেরি উইলিয়ামস। বয়স ৮৪।

গত ১৯ মে তাদের দু’হাত এক হয়েছে যুক্তরাজ্যের কার্ডিফের একটি গির্জায়। ভালবাসার মানুষটির জন্য ২৩ বছর ধরে অপেক্ষা করেছিলেন জুলিয়ান। তাদের বিয়েতে পরিবার ও আত্মীয় মিলিয়ে ৪০ জন উপস্থিত ছিলেন। নতুন জীবন শুরু করার জন্য নবদম্পতিকে শুভেচ্ছা জানান তারা।

jagonews24

বিয়ের পর জুলিয়ান বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না যে, ২৩ বছর আগের সেই মানুষটিই আমার জীবনসঙ্গী হলো। নতুন বছরের মতো আমার জীবনের অধ্যায় শুরু হয়েছে।

জুলিয়ানের দেশের বাড়ি অস্ট্রেলিয়ায়। তিনি জানিয়েছেন, স্ত্রী ভ্যালেরিকে নিয়ে বছরের শেষের দিকে সেখানে মধুচন্দ্রিমায় যাবেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন