
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন সকালে দুর্দান্ত মুশফিকুর রহিম ও লিটন দাস। তৃতীয় দিন শেষে এ দুজন পঞ্চম উইকেট জুটিতে ৯৮ রান তুলেছিলেন। রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড কিছুটা ভেজা থাকায় আধা ঘণ্টা পরে খেলা শুরু হলে দুই অপরাজিত ব্যাটসম্যান দারুণভাবেই মোকাবিলা করেছেন শ্রীলঙ্কান বোলারদের।
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। দুই ব্যাটসম্যানই এখন স্বপ্ন দেখছেন শতকের। লিটন দাস ১৮৮ বলে, ১০ বাউন্ডারিতে অপরাজিত আছেন ৮৮ রানে। মুশফিকুর রহিম ২২২ বলে অপরাজিত ৮৫ রানে। তিনি বাউন্ডারি মেরেছেন মাত্র ৩টি।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত মুশফিক–লিটন জুটিতে উঠেছে ৩৭৪ বলে উঠেছে ১৬৫। বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৮৫।
মুশফিক আর লিটন চতুর্থ দিন সকালে নিরাপদ ব্যাটিংই করেছেন। তবে প্রত্যাশামতো রান এই সেশনে আসেনি তাঁদের ব্যাটে। তবে এক্ষেত্রে স্বস্তি হতে পারে উইকেট না হারানো। তবে ধীরগতিতে ব্যাটিং করলেও মুশফিক–লিটনদের বিব্রত করতে ব্যর্থ শ্রীলঙ্কান বোলাররা।
সকালে খেলা হয়েছে ২৭ ওভার। ওভারপ্রতি রান সংগ্রহের হার ছিল তিনের কম। গোটা সেশনে বাউন্ডারির সংখ্যাও নাম মাত্র—মাত্র তিনটি। রান উঠেছে ৬৭।
প্রথম ঘণ্টায় অবশ্য কিছুটা মেরে খেলার আভাস ছিল দুজনের ব্যাটিংয়ে। লিটন দুটি বাউন্ডারি মেরেছিলেন। মুশফিক একটি।
রমেশ মেন্ডিসের বলে লিটন একবার পরাস্ত হয়েছিলেন। আবেদনও হয়েছিল বেশ ভালোই। আম্পায়ার সাড়া দেননি। কিন্তু লঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে রিভিউ নিয়ে নেন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছে। ভুল রিভিউ নেওয়া শ্রীলঙ্কা এখন ভুগবে রিভিউ বাকি না থাকার অস্বস্তিতে।