
শরীয়তপুরে দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২এর উদ্বোধন। আজ সকাল ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সাহিত্য মেলা ২০২২ উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ ইকবাল হোসেন অপু এমপি,ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম লোকমান,সচিব বাংলা একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুস্মিতা ইসলাম, উপসচিব সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ত করেন জেলা প্রশাসক পারভেজ হাসান।
এমসয় বক্তারা বলেন, শরীয়তপুরের এই প্রথম সাহিত্য মেলা আয়োজন করায় বাংলা একাডেমি কে ধন্যবাদ জানাই। শরীয়তপুর জেলায় অনেক গুনি সাহিত্যিক রয়েছে তাদের সৃতিচারণ করে বলেন, বাংলাদেশ কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য শরীয়তপুরের অনেক গুনি সাহিত্যিক দের অবদান রয়েছে, তাদের মধ্যে কবি আবু ইছাক, অতুল প্রসাধ সেনে সহ আরো অনেক সাহিত্যিকের ভূমিকায় রয়েছে,