Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

যদি তুমি জানতে, ফাতেমা তুজ জোহরা

 

যদি তুমি জানতে-
ভালোবাসার মানে কি,
তবে ভালোবাসা নিয়ে খেলতে না!
যদি তুমি জানতে-
বিশ্বাস কাকে বলে,
তবে অবিশ্বাসের ছুরি মারতে না!
যদি তুমি জানতে-
আমার চোখের জলের ঠিক কতটা মূল্য,
তবে আমায় কখনো কাঁদাতে না!
যদি তুমি জানতে-
এ বুকে কতটা যন্ত্রণা তোমার বিরহে!!
তবে এ মন ভাঙ্গতে না!
যদি তুমি জানতে-
আকাশের রং নীল হয় কেন,
তবে শ্রাবণ হয়ে আমার চোখে ঝরতে না!
যদি তুমি জানতে-
কতটা বিশ্বাসে তোমার ঐ হাত ধরেছিলাম,
তবে মাঝ পথে হাত ছেড়ে দিতে না!
যদি তুমি জানতে,
অপেক্ষার প্রহর কতটা বিষাক্ত!!
তবে ছলনায় মিছে রাখতে না।
যদি তুমি জানতে-
জীবনের অর্থ কিসে,
তবে জীবন ধ্বংস করতে না!
যদি তুমি জানতে-
আমার এ ভূবনে একটাই তুমি”’
তবে অন্য কাউকে হৃদয়ে আঁকতে না!!

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন