Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

জীবন খেলার মাঠ, তাসকিয়া জাহান মিতু

অন্যায়ের আসর পথ ঘাট
আর জীবন খেলার মাঠ।
সকল বাণী কলমে ঝরে হৃদয়ের কলরবে
জগতের কথা ডায়রিই জানে, তবে নিরবে।

আজ মনে শব্দ জমে না
চারপাশের কাকগুলো থামেনা।
সুসংবাদ অশ্রুর আড়ালে পালায়
দুঃসংবাদ বাতাসে ভেসে বেড়ায়।

সত্যের আলো জমে আঁধার ঘাটে
মিথ্যের আঁধার জমে আলোর বাটে।
স্বাধীনতা, সে তো অতীতের বাণী
পরাধীনতাই রয়ে গেলো জগতের রাণী।
মানচিত্র একদল দৃঢ় নর-নারীর পাঁজর
গড়া ছিলো সততা, মনোবল, প্রতিভার দৃঢ় আসর।

আজ অন্যায়ের দৃঢ় প্রতিভামুখর বুক ফুলিয়ে হাসে
মানচিত্র পদ্মা, মেঘনার ভাঙ্গা তীরে ভাসে।
নীতি সর্বদাই উত্তম বাক্যের পরিমাপ
দূর্নীতি আদিকালেরই অভিশাপ।
আজ উত্তম নীতির উপদেশটাই পাই
উর্ধ্ব শিখরে দূর্নীতিরই ঠাই।

রচনাকাল :২৯/০৬/২০২০

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন