
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পালং ৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও দোয়ার আয়োজন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম , এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান স্বপন , সদস্য ও শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জানের লিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ , এ সময় আর উপস্থিত ছিলেন এ প্রতিষ্ঠান সরকারি শিক্ষক তাহমিনা বেগম , আক্তার , বেবীনা আফরিন বেবি, অশোক পোদ্দার, আসমা খানম, আব্দুর রহিম তালুকদার প্রমুখ। জেলার বিভিন্ন ,শ্রেণিকক্ষে প্রাথমিক বিদ্যালয় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক । শিক্ষা প্রতিষ্ঠানের শ্রীনি কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করে ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। এবং জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের বিদায় আত্মার মাগফেরাত কামনা করেন।