Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

ইবির শিক্ষক নিয়োগ বোর্ডের দুই সদস্যকে অব্যাহতি

অভিযোগ ও বিতর্ক থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডে মনোনিত দুই বিশেষজ্ঞকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের প্রফেসর আব্দুর রহমান ও আইন বিভাগের প্রফেসর রহমত উল্লাহ। তারা যথাক্রমে ইবির ফার্মেসি ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ ছিলেন।

মঙ্গলবার ২৫৫তম সিন্ডিকেটে তাদের অব্যাহতি দেওয়া হয়। প্রফেসর আব্দুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা ও অপর জনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগ রয়েছে।

প্রফেসর রহমত উল্লাহকে অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি তাদেরকে নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে অনুমোদনদেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। দুই বিশেষজ্ঞের বিরুদ্ধে বিতর্ক থাকায় বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আপত্তি জানান সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও খুনি মোশতাককে শ্রদ্ধা জানানো ব্যক্তিরা নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ হতে পারে না। এ বিষয়ে সবাই একমত হলে তাদেরকে অব্যাহতির সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, তাদের অভিজ্ঞতা দেখে বোর্ডের সদস্য করা হয়েছিল। সিলেকশন দেওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নতুন করে এখনও কাউকে মনোনিত করা হয়নি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাপতিত্বে সিন্ডিকেটে ২৭০টির বেশি এজেন্ডা আলোচনা হয়। এরমধ্যে পরিসংখ্যান ও ফোকলোর স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

এছাড়া ১০ জন গাড়িচালক নিয়োগ ও কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ টাকা ও উপ-রেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা প্রারম্ভিক বেতন স্কেল অনুমোদন দেয় সিন্ডিকেট। তবে ইউজিসির অডিট অপত্তি বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে এই সুবিধা প্রত্যাহার বা সংশোধন করার শর্ত জুড়ে দেওয়া হয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন