
বিদ্যু স্রাচ্রয়ের জন্য ভিন্ন রকম পদক্ষেপ নিলেন শরীয়তপুর সদর ইউপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউনো )। গত ২৮ জুলাই থেকে শরীয়তপুর সদর উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয় গিয়ে বিদুৎ সাস্রয় করার জন্য সচেতনতার মূলক আলোচনা করেন উপজেলা কর্মকর্তা মন্দিপ ঘরাই। স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যুৎ নিয়ে কথা বলে। ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলে দেশে বিদ্যুৎতের ঘারতির পূরণ করতে হলে আমাদের বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। দেশের সকল নাগরিদের একহয়ে বিদ্যুৎ খরচ কমাতে হবে। ছাত্র ছাত্রীদের বলেন তোমাদের বাড়িতে যদি তোমরা অনার্থক ফ্যান লাইট না জালাও তা হলে আমাদের দেশে কিছু হলেও বিদ্যুৎ স্রাসর্য়ে হবে। ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করনে ৩ মাসের বিদ্যুৎ বিলের ফটো কপি জমা দিয়ে বিদ্যুৎ খরচ যে শিক্ষার্থী কম দেখাতে পারবেন তাদেরকে বই উপহার দেওয়ার ঘোসনা দেন। ইউনোর নিজ হাতে বই দেওয়ার কথা বলেন ছাত্র ছাত্রীদেরকে । মন্দীপ ঘরাই দেশের সকল জেলায় এই ঘোষণা দেয়ার দাবি জানান। মন্দিপ ঘরাই এই কাজে উদ্বদ্ধ হয়ে সদর ইউপজেলার ফারিন নামে এক শিক্ষাথীর বাবা মাকে বিদুৎ কম খরচ করতে বলেন। তার মাকে বলেন আমাদের স্কুলে এক স্যার এসে লাইট ফ্যান অনার্থক জালিয়ে রাখতে নিষেধ করেছে। শিক্ষাথী স্যারের হাত থেকে বই পুরষ্কার নেওয়ার জন্য বাবা মাকে এ কথা বলেন লাইট ফ্যান অনার্থক জালানো যাবে না।