Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

ব্যস্তময় তুমি কলমে.…. ফাতেমা তুজ জোহরা

একদিন সবকিছুর অবসান হবে….

ফেসবুক লাইটের আমি নামক শব্দটির
পাশে,,,
আর কোনোদিন সবুজ আলোটা জ্বলে উঠবে না।।
বারবার কেউ আর মেসেজ দিয়ে করবেনা
বিরক্ত তোমায়….
সারাক্ষণ থাকবেনা তোমার অপেক্ষায়,,
কখন তুমি আসবে চেনা সুরে ডাকবে।।
সকল কার্য শেষে তখন তুমি আর
আমার মেসেজ দেখে….
বিরক্ত জড়িত কন্ঠে বলে উঠতে পারবে না
তোমার কারনে দেখা যাচ্ছে যে,,
আমি….
অনলাইন আসতেই পারবো না
আমার কোনো কাজ আমি করতেই
পারবো না।।
অনলাইন আসলেই কি তোমার সাথে
কথা বলতে হবে নাকি??
মানুষ কি ব্যস্ত থাকতে পারে না??
আমি তখন আর গাল বেয়ে গড়িয়ে পড়া
দুফোঁটা জল মুছে বলবো না,,
আই অ্যাম সরি!!!!
আর কোনোদিন হবেনা..জীবনেও না,,
আমি একটু বেশিই ইমোশনাল হয়ে পরেছি
তোমার প্রতি!!
তুমি আর রাগ হয়ে ডাটাটা অফ করে দেবেনা।।
আমি নামক সেই অভিমানী কন্ঠস্বর
তোমায় ডাকবেনা চেনা সুরে,,
শত অপমান সহ্য করেও বলবেনা
ভালোবাসি তোমায় শুধু তোমায়!!
তোমার একটা কলের অপেক্ষায়….
রাত জেগে করবেনা ভোর,,
কলম খোঁচায় মিলাবে না ছন্দ
লিখবেনা গান, কবিতা, উপন্যাস।।
ডাইরির প্রতিটা পাতায় পরে রবে
তুমি নামক নামটি,,
তোমার নামে লেখা চিঠিগুলো
তালাবদ্ধ ডয়ারের গুপ্ত গন্ডিতে
দীর্ঘশ্বাস হয়ে রয়ে যাবে।।
রয়ে যাবে একাকী এ জীবনের
একাকীত্বের বিবর্ণ কাহিনী!!
রাত দুপুরে তোমায় আর বলবো না কোনোদিন
আমি ভীষণ একাকীত্ব অনুভব করছি
আমায়….কিছুক্ষণ সময় দিতে পারবে??
তোমার এই ব্যস্তময় জীবনের এ আঘাতগুলো
হুর হয়ে ফুটবে না আর বুকে!!
ডুকরে ডুকরে কাঁদবে না এ হৃদয়
বলবেনা….
একটু সময় চাই…. একটু সময়।।
বড্ড ইচ্ছে করছে তোমার সাথে কথা বলতে
ভীষণ ইচ্ছে করছে তোমায় দেখতে!!
আমার যে কিছুতেই ঘুম আসছে না,,
কোথায় তুমি??
বিছানায় এপাশ ওপাশ করে
আমি বড়-ই ক্লান্ত হয়ে পরেছি,,
তুমি কি বলতে পারো কিভাবে
আমি….
নিদ্রার ঘুমন্ত পুরীতে যেতে পারি??
আমার এই অবহেলার অভিযোগে
আটক হতে হবেনা তোমায়
আর কোনোদিন!!
তুমি তোমার মতোই স্বাধীন হবে সেদিন,,
থাকবো না….আমি যেদিন।।
সেদিন কোনো আলো জ্বলবে না
অন্ধকার হবে এ ধরনী,,
খরস্রোতা হবে নদীর দুকূল
এপাড়ে আর্তনাদ ওপাড়ে বেদনা!!
মধ্য বালুচর ছলনা।।
কিছু শব্দের কিছু অর্থ হয়ে যাবে
নিরর্থক,,
দুচোখের করুন চাহনি
হৃদয়টাকে করবে ক্ষতবিক্ষত,বিষাক্ত, বিস্ফোরিত-
শত প্রশ্নের মিলবে না কোনো উত্তর
আঙ্গুলে আঙ্গুল ঘষবো না..
একদিন কোথাও খুঁজে পাবে না।।
দীর্ঘশ্বাসে বুকে বাড়বে কম্পন
দাঁতে দাঁত কেটে মুছড়ে আসবে চিবুক
দুহাতে মুছবে প্লাবিত নয়ন!!
স্মৃতিরা আমার করবে বিচরণ
তোমার….
বৃত্ত বুকের সকল আঙ্গীনা।।
আসবে বধু নতুন সাজে
লাল শাড়িতে তোমার বাড়ি-
দুধে আলতা বরণ গায়ে
নয়ন তোমার পরবে বাধা ও নয়নের নেশায়….
নতুন নামে লিখবে প্রেম
আঁকবে ছবি হৃদয় ক্যানভাসে,,
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভেঙ্গে
মিটাবে তৃপ্ত পিপাসা।।
দিগন্তে এলোকেশ খুলে মায়াময়ী হবে ভূবন-
রাত দুপুরে বাহুর বাঁধন
ভোলাবে আমার বেদনা,,,
একদিন কোনো আলো জ্বলবে না
যেদিন আমি থাকবো না।।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন