Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

জাতির পিতা হওয়ার পেছনে বঙ্গমাতার অসামান্য অবদান রয়েছে : রাষ্ট্রদূত

সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, বঙ্গমাতা শুধু বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলন নয়। বরং ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে বঙ্গবন্ধুকে ছায়ার মতো অনুসরণ করেছেন এবং সর্বোত্ত সহযোগিতা করেছেন, সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে জাতির পিতায় পরিণত হওয়ার পেছনে বঙ্গমাতার অসামান্য অবদান রয়েছে। ক্ষমতার শীর্ষে আরোহণ করেও তিনি ও তার পরিবার ভোগবাদী জীবনাচার থেকে দূরে থেকে অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেছেন যা সুখী-সুন্দর জীবন ও সমাজ গঠনের জন্য অনুকরণীয় আদর্শ।

মঙ্গলবার সকালে আবুধাবির দূতাবাসের হল রুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনী আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
এদিন, বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার জীবনী ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, বঙ্গমাতার জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।

এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের সহধর্মিনী, বাংলাদেশ লেডিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, আবুধাবিস্থ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবর্গ, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বঙ্গমাতা ও জাতির পিতার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন