
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে শরীয়তপুর সদর উপজেলা শান্তিনগর এলাকায় বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মুচলেকা আদায় করাসহ বরের বড় ভাই কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পালং মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার মাদ্রাসা পড়ুয়া (১৩) কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করে অভিভাবকগণ। ওই কিশোরীর দুলাভাই ৯৯৯-এ কল করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানালে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পাওয়া মাত্রই মোবাইলকোর্ট অভিযান চালিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বরের বড় ভাই কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এবং প্রাপ্তবয়ষ্ক না হওয়ার আগে বিয়ে দেবে না এ মর্মে মুচলেকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ১৩ বছর বয়সী কিশোরীর বিবাহের বিষয়টি খবর পাওয়া মাত্রই মোবাইলকোর্ট অভিযান চালিয়ে বিবাহ বন্ধ করি। পাশাপাশি প্রাপ্তবয়ষ্ক ১৮ না হলে উভয়পক্ষ বিবাহ দেবে না এ মর্মে মুচলেকা আদায় করাসহ বরের ভাই কে অর্থদন্ড আরোপ করা হয়। উপজেলা প্রশাসনের বাল্যবিবাহ প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।