Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মদ তৈরির কেমিক্যাল ও সরঞ্জামসহ ১ জনকে আটক

শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মদ তৈরির কেমিক্যাল ও সরঞ্জামসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে কাজিরহাট বাজারে শাহীন মাদবরের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল মদ তৈরির এসব উপকরণ জব্দ করা হয়।
শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন যাবৎ বিষাক্ত রেকটিফাইড স্পিরিট মিশিয়ে ভেজাল মদ তৈরি করে বিক্রি করে আসছিলো স্থানীয় মাদক কারবারি শাহীন মাদবর। গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের ভাড়া বাসায় সকালে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদ, ১৯২ বোতল অ্যালকোহল ও ২০ লিটার লিকুইড রেকটিফাইড স্পিরিট সহ শাহীনকে আটক করা হয়। আটক শাহীনের বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন