Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

নড়িয়ায় ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘরিষার বাংলাবজারে মো. কামরুল আলম নামে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানাসহ দেড় বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মেহেদী ফার্মেসীতে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।
জানা যায়, ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন মো. কামরুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় বাংলাবাজার এলাকায় অবস্থিত মেহেদী ফার্মেসীতে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মো. কামরুল আলম তার অপরাধ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা ও দেড় বছর কারাদণ্ড করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন