Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

মেহেরপুরে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

মেহেরপুরে বোরো ধানে মাজরা পোকার আক্রমণে বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকরা। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো প্রতিকার। কৃষকরা বলছেন, কৃষি বিভাগের কাছ থেকেও পাচ্ছেন না কোনো সহায়তা। কৃষি কর্মকর্তা বলছে এ ধরনের কোন খবর তাদের কাছে নেয়।

চলতি মৌসুমে মেহেরপুরে ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার হেক্টর বেশি। তবে আবহাওয়ার কারনে বিগত বছরের তুলনায় এবার মাজরা পোকার আক্রমনের হার বেশি। দ্রুত পোকার দমন না করা হলে ভয়াবহ ফলন বিপর্যয়ের মুখে পড়বে কৃষকরা। মাজরা পোকার ভয়াবহ আক্রমনে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক।
কৃষকরা বলছেন, দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে রেহাই পাওয় যাচ্ছে না। পোকায় ধানের বাইল শিষ কেটে দিয়ে ক্ষেত নষ্ট করে ফেলছে। কৃষি অফিসের কেউ কোন সহযোগিতা করছে না। পোকায় জমির প্রায় ২৫% ধান নষ্ট করে দিয়েছে। একারনে ফলন বিপর্যয়ের সাথে সাথে লোকসান হবে এবারের মৌসুমে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন