
শরীয়তপুর সদর সাব রেজিস্টার অফিসে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় কমিশনের সদস্যদের অনুসন্ধানে বেরিয়ে আসে সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়মের চিত্র। আজ ১৬ই এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। দুদক জানায় অভিযানে জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাকি, নকল উত্তলনে অতিরিক্ত ফি আদায় ও দাতা গ্রহিতার নামের পরিবর্তনসহ বেশ কিছু অনিয়ম এর প্রমান পায় দুদক। অনিয়মের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই অনিয়মের রেকর্ডপত্রের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে সুপারিশ করা হবে।