
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড, দাদপুর দক্ষিণ ভাষানচরের বাসিন্দা
মোঃ ইসহাক চৌকিদারের বড় ছেলে মোঃ সাব্বির চৌকিদার আজ দুপুর ৩ ঘটিকায় বিদ্যুতিক সর্টে মারা যান।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের মাছ ধরার জন্য মটর লাগিয়ে পুকুরের পানি কমাতে থাকে এক প্রযায় মটর বন্ধ হয়ে যাওয়ায় সাব্বির মটরের সাথে সংযোগ তার কানেকশন দিতে গিয়েছিলো,তখন সম্ভবত তার লিগ থাকায় এবং সাব্বির কাদা পানিতে থাকায় আরথিন কারেন্ট সাব্বির কে আর ছারেনাই-
তার অনেক টাইম পরে একজন লোক পুকুর পারে গিয়ে দেখে সাব্বির কাদার ভিতরে পরে আছে মৃত অবস্থায়-
সাব্বিরের বাবা একজন কৃষক এবং সাব্বির শরীয়তপুর সুপার সার্ভিস, বাসের সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলো।
সাব্বিরের বাবা মা বলে ওরা ৩ ভাই. বড় ছেলে আমাদের আগে এভাবে চলে যাবে ভাবতে পারিনাই।
সাব্বিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে