Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

রাবিতে শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা

বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা চলছে। মেলার শতাধিক স্টলে হরেকরকম পিঠাপুলি তোলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় নতুন মাত্রা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাউলিয়ানা আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

উৎসবের আহ্বায়ক কেএসকে হৃদয় বলেন, বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চায় প্রতিবারের ন্যায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে তরুণ শিক্ষার্থী উদ্যোক্তারা পিঠাসহ অন্যান্য জিনিসপত্রের স্টল দিয়েছে। উৎসবকে আরো প্রাণবন্ত করতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ উৎসব কমিটির সদস্যরা কাজ করছে।

মেলা ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠের চতুর্পাশে শতাধিক স্টল বসেছে। এতে পিঠাপুলিসহ তরুণ উদ্যোক্তাদের নানা পোশাক ও হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। স্টলগুলোতে দুধ মনমোহন, মাল পোয়া, মালাই রোল, দুধ কুলি, গোলাপ পিঠা, নকশী পিঠা, ভাপা, চিতই, পাঠীসাপটা, তেল পিঠা, তারা পিঠা, লবঙ পিঠা ও ডাবের পুডিং সহ প্রায় অর্ধশতাধিক পিঠাপুলি পাওয়া যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও অভিনয় দর্শকরা দারুণভাবে উপভোগ করছে।

শিক্ষার্থীরা বলছেন, শীতে উৎসব বরাবরই উপভোগ্য। এতে লোক সংস্কৃতির মতো আয়োজন ভিন্ন মাত্রা যোগ করে।

উৎসবে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ পরাণ বলেন, উচ্চ শিক্ষার জন্য আমরা বছরের অধিকাংশ সময়ই বাহিরে থাকি। শীত মৌসুমে বাড়িতে থেকে সেভাবে পিঠা খাওয়া হয় না। ফলে ক্যাম্পাসে এমন পিঠাপুলির আয়োজন দারুণ উপভোগ্য।

 

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন