Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

রঘুনাথপুর মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন লক্ষাধিক মুসুল্লির জন্য প্রস্তুত

 

ফেনীর দাগনভূইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু ৬ জানুয়ারী বৃহস্পতিবার। দ্বিতীয় ও শেষ দিন জুমার নামাজের ইমামতি করবেন পবিত্র কা’বা শরীফের ইমাম (সাবেক) শায়েখ ড. হাসান বোখারী। সবমিলিয়ে লক্ষাধিক মুসুল্লিদের অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে সম্মেলন এলাকা।

বিগত ১০বছর বিশ্বের ও দেশ বরেণ্য আলেম উলামায়ে কেরামের অংশগ্রহনে সম্মেলন হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৬ ও ১৭ জানুয়ারি বৃহস্পতিবার এবং শুক্রবার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করবেন কা’বা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। তিনি হেলিকপ্টার যোগে এখানে এসে নামবেন। সর্বপ্রথম দেশে কা’বা শরীফের ইমাম আসছেন। এটি নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার জন্য সর্ববৃহৎ মহা সম্মেলন হবে। তিনি সকল ধর্মপ্রান মানুষদের জুমার নামাজে অংশগ্রহণের আহবান জানান।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন