Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

হালুয়াঘাটে বিপন্ন প্রজাতির বন বিড়াল উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবরাকুড়া এলাকা থেকে একটি বন বিড়াল উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার গোপালপুর ভিটের বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় এ প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেল থেকে গোবরাকুড়া এলাকায় বাঁশঝাড়ের উপরে চিতা বাঘের বাচ্চার মতো দেখতে এই বন বিড়ালটি বাঁশঝাড়ের উপর অবস্থান করছিল। এক সময় খাবারের সন্ধানে চিতাবাঘ সৃদশ্য বিড়ালটি একটি শসা খেতে প্রবেশ করতে চাইলে জালে আটকে যায়। এ সময় বিষয়টি স্থানীয়রা বিড়ালটিকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এরপর বাঘের বাচ্চা ধরা পড়েছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে রবিবার বিকেলে দুপুরে স্থানীয়রা বনবিভাগসহ সাংবাদিকদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তারা।
এসময় জনতার হাতে উদ্ধার হওয়া বন বিড়ালটি দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতাও ভিড় জমান।

স্থানীয়দের ধারনা, এই প্রাণীটি ভারতের মেঘালয় এলাকা থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে।

ঘটনাস্থল থেকে বন বিড়াল উদ্ধার হওয়ার পর গোপালপুর রেঞ্জের ভিট কর্মকর্তা আবু হানিফ জানান, এটি একটি বিলুপ্ত প্রজাতির বিড়াল। এটিকে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। মূলত খাবারে খোঁজেই বন বিড়ালটি লোকালয়ে ঢুকেছিল। এটি একটি বিলুপ্ত প্রজাতির বন বিড়াল। পরবর্তীতে বন বিভাগের সিদ্ধান্ত অনুসরণ করে প্রাণীটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন