
সংস্কারের নামে অপসংস্কার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা এবং সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে শরীয়তপুরের মানব বন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস ক্যাডার চিকিৎসকরা।
বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর ব্যানারে মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ হোসনে আরা বেগম, ডাঃ কাজী শাহ মোঃ আব্দুল্লাহ, আরএমও ডাঃ আকরাম এলাহি, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ মিজানুর রহমান, ডাঃ মামুনসহ শরীয়তপুরে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডাক্তারগণ।
মানব বন্ধন থেকে সংস্কারের নামে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বিসিএস প্রাশসন ক্যাডারের মত বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের সুযোগ সুবিধা দিতে হবে।