
শরীয়তপুরে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আসরাফ উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা ও ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জেলার ১৯৮ জন মুক্তিযোদ্ধাকে সম্মান সূচক উত্তরীয়( শাল) প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু ।