Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

মেহেরপুরে জেলা বিএনপির মত বিনিময় সভা ফ্যাসিষ্টদের সাথে সম্পর্ক রক্ষা করীদের বিএনপি ঠাই নেই….আমান উল্লাহ আমান

 

মেহেরপুরে বিএনপির কাউন্সিল পূর্ববর্তী নির্দেশনা সভায় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন- দলে যারা এতদিন ফ্যাসিষ্টদের সাথে সম্পর্ক রক্ষা করে এখন আবার বিএনপি করতে চাইছে, দলে এই শ্রেনীর ঠাই নেই। যারা বিগত দিনে মামলা হামলা হয়রানির শিকার হয়ে দলছুট হননি, দলে তাদের স্থান করে দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে দলকে নতুন করে ঢেলে সাজাতে হবে। অভিমানী ও ছিঁটকে পড়া নেতাদের দলে আনতে হবে। কর্মীদের আরও ভদ্র আচরণ করতে হবে। তবেই মানুষ বিএনপিকে ভালোবেসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে।

সোমবার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন- দেশ ফ্যাসিষ্টমুক্ত হয়েছে। খুনী হাসিনা দেশ ত্যাগ করে ভারতে ইদুরের গর্তে লুকিয়েছে। তারপরও দেশ নিয়ে চলছে ষড়যন্ত্র। এইজন্য বিএনপিকে আরও সর্তক, ধৈর্য ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা সম্ভব হবে। এর মধ্য দিয়েই হাসিনামুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় আরও বক্তব্য দেন- খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অনিক, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিনুল।

 

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন