Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা

১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে গুলশানের বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
গত ২৫ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, পেসমেকার বসানোর পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সে কারণে তাকে আজ বিকেল পাঁচটার পর হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।

এর আগে গত ২১ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন