Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

পঞ্চগড়ে উদীচীর বসন্ত বরণ

নানা আয়োজনের মধ্যদিয়ে প্রেম ও ভালোবাসার ঋতু বসন্তকে বরণ করেছে পঞ্চগড় উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে শনিবার বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। শোভাযাত্রায় উদীচী সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থী, অবিভাবক, উদীচীর সদস্য ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
দুপুরে শহীদ মিনারে চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা হয়। পরে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক হাসনুর রশিদ বাবু প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন